
01810013888, 01717251585
(Lines open from 9:30 AM to 6:30 PM)

+8801810013888

BiMS, 2nd Floor, GA-9/3, Progoti Sharani, Shahjadpur (Near Suvastu Nazar Valley), Dhaka-1212, Bangladesh.
দ্রুত উত্তর পেতে নিচের প্রশ্নগুলোর উপর ক্লিক করুন।
হ্যাঁ, BiMS PGD গ্রাজুয়েটরা দেশের শীর্ষ স্থানীয় কর্পোরেট হাউস, বহুজাতিক প্রতিষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। তবে, BiMS কখনও কোনো শিক্ষার্থীকে চাকরি পাওয়া বা পদোন্নতির কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করে না। BiMS-এর ভূমিকা হলো আন্তর্জাতিক মানসম্পন্ন কোর্স এবং industry-relevant skills-এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নত করা। সঠিক যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতেই শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনে সফলতা অর্জন করেন, আলহামদুলিল্লাহ।
BiMS-এর PGD কোর্সসমূহ American Accreditation Association (AAA) দ্বারা স্বীকৃত, যার ফলে BiMS PGD সার্টিফিকেটে AAA Accreditation Mark অন্তর্ভুক্ত থাকে, আলহামদুলিল্লাহ। এছাড়াও, PGDHRM এবং PGDSCM কোর্স CPD Standards Office (UK)-এর PTE Accreditation অর্জন করেছে। ২০০৪ সাল থেকে BiMS বাংলাদেশে Post Graduate Diploma (PGD) কোর্সে অগ্রণী। আমাদের PGD গ্রাজুয়েটরা দেশ ও বিদেশের শত শত প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
যদি আপনার ন্যূনতম Bachelor's Degree থাকে, তাহলে আপনি BiMS-এর PGD course-এ ভর্তি হতে পারবেন। বাংলাদেশে সম্পন্ন করা Degree অবশ্যই UGC-approved University থেকে হতে হবে। যদি আপনার Overseas Degree থাকে, তাহলে তা অবশ্যই সংশ্লিষ্ট বিদেশি সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হতে হবে।
PGD কোর্স সম্পন্ন করতে সর্বোচ্চ ৬ মাস সময় লাগে। এর মধ্যে ১৬ সপ্তাহ আপনার Study, Preparation এবং প্রতি সপ্তাহে Live Online Class-এর জন্য নির্ধারিত থাকবে। বাকি সপ্তাহগুলো Final ও Resit পরীক্ষার প্রস্তুতির জন্য বরাদ্দ থাকবে।
Online Admission-এর সময় full কোর্স ফি payment করতে হবে। সমস্ত payment অনলাইনেই সম্পন্ন করতে হবে। আপনি Debit Card, Credit Card অথবাMobile Wallet (যেমন: bKash, Nagad, Rocket) ব্যবহার করে payment করতে পারবেন।
আমাদের ওয়েবসাইট (bimsedu.com)-এর মেনু বারে Pre-Registration / Online Admission লিঙ্ক রয়েছে। Online Admission-এর সময়, আপনাকে NID, Photo, Bachelor Degree Certificate এবং Transcript এর Soft Copy জমা দিতে হবে। Pre-Registration হচ্ছে ভর্তি পর্ব শুরু হওয়ার আগে প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া।
PGD একটি Professional কোর্স। আমাদের Study Materials এবংExam সম্পূর্ণ English-এ। তবে, অনলাইন ক্লাসের অধিকাংশই বাংলায় পরিচালিত হয়। কোর্সের Study Materials Practical Application-এর জন্য ডিজাইন করা হয়েছে, যা Theoretical ভিত্তির উপর গড়ে তোলা।
প্রয়োজনীয় সব Course Materials BiMS থেকেই ফ্রি দেওয়া হয়। PGD শিক্ষার্থীরা পাবেন exclusive published বই (bimsedu.com/publications)। অনলাইন পরীক্ষা / ক্লাসে যুক্ত হতে আপনার Webcam এবং Internet-সহ Computer -এর অ্যাক্সেস থাকতে হবে।
প্রতিটি PGD কোর্সের জন্য একটি মাত্র online MCQ Exam রয়েছে। যদি আপনি পরীক্ষায় পাস না করেন, তাহলে আরও দুটি Re-sit পরীক্ষার সুযোগ থাকবে। আপনাকে সবমোট এই তিনটি পরীক্ষার যেকোনো একটিতে পাস করে ৬ মাসের মধ্যে কোর্স সম্পন্ন করতে হবে। দুঃখজনকভাবে, যদি আপনি সর্বাধিক ৬ মাসের মধ্যে তিনটি পরীক্ষার যেকোনো একটিতেও পাস করতে না পারেন, তাহলে আপনাকে নতুন ব্যাচের সঙ্গে পুনরায় ভর্তি হতে হবে।
আমাদের Online Campus-এ Pre-recorded Video Lectures, Practice Quiz, PowerPoint Slides, Notes এবং অন্যান্য Resources রয়েছে। এছাড়াও, আপনি Mobile App ডাউনলোড করে এসব Resources অ্যাক্সেস করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, Live Online Classes-এর মাধ্যমে আপনি সরাসরি Instructor-এর সাথে interact করতে পারবেন, ইনশাআল্লাহ।
আপনি যে ব্যাচে ভর্তি হয়েছেন, সেই ব্যাচেই আপনাকে কোর্স শেষ করতে হবে। BiMS-এর course fee কোনোভাবেই refundable নয় — ভর্তি হওয়ার পর কোনো কারণেই ফি ফেরত দেওয়া যাবে না।
একদমই না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পড়াশোনার পদ্ধতিও বদলে যাচ্ছে। আজকের দিনে University of Oxford, University of Cambridge, এবং University of London-সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোও অনলাইন ক্লাস ও অনলাইন পরীক্ষার ব্যবস্থা চালু করেছে। তাদের মতোই, BiMS-এর সার্টিফিকেটেও কখনও “Online” বা “Distance learning” উল্লেখ করা হয় না।
Phone: 01810013888, 01717251585 (lines available from 9:30 AM to 6:30 PM)
BiMS: GA-9/3, Progoti Sharani, Shahjadpur, Dhaka